ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠা-নামা বন্ধ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৭ জুন ২০২২   আপডেট: ২১:৪৮, ১৭ জুন ২০২২
সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠা-নামা বন্ধ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় বিমান চলাচল তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘সোমবার মধ্যরাত পর্যন্ত সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘আজ দুপুর পর্যন্ত বিমানবন্দরে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। কিন্তু রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় এখন থেকে আর কোনো ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে বিমানবন্দরের সবধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন বিমানযাত্রীরা।

নূর/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ