ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ জুন ২০২২   আপডেট: ১৪:০৫, ১৮ জুন ২০২২
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার পানিতে রেল লাইন ডুবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ জুন) সিলেটের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেট রেল স্টেশনের সবগুলো লাইন পানিতে ডুবে গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘আজ সকালেও কিছু ট্রেন স্টেশনে এসেছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি আরো বাড়তে শুরু করে। এ অবস্থায় ট্রেন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। তাই রেল যোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।’

আরো পড়ুন

সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠা-নামা বন্ধ

বন্যা: সুনামগঞ্জের পর এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

টিনের চালে আশ্রয় খুঁজছে বন্যাকবলিত মানুষ!

কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়