ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিস্তার পানি সকালে কমলেও রাতে বিপৎসীমার উপরে

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৮ জুন ২০২২   আপডেট: ২২:৩১, ১৮ জুন ২০২২
তিস্তার পানি সকালে কমলেও রাতে বিপৎসীমার উপরে

টানা দুই দিন তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার উপর থাকার পর আজ শনিবার (১৮ জুন) সারা দিন বিপৎসীমার নিচে ছিল। বাড়ি থেকে পানি নামতে থাকায় কিছুটা স্বস্তি নেমে আসে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। 

আজ রাত ৯টার দিকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ৯টায় বিপৎসীমার ২৫ সেন্টিমিটার, বিকেল ৩টায় ২০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

পানি বিপৎসীমার ওপরে যাওয়ায় তিস্তা নদীর কমান্ড এলাকার চর ও নিম্নাঞ্চলে মানুষের বাড়িতে আবারও পানি ঢুকতে শুরু করেছে। রাতে পানি বাড়ার আশঙ্কা থাকায় নির্ঘুম রাত কাটাতে হবে নিম্নাঞ্চলের মানুষদের।

নদীবেষ্টিত কেল্লাপাড়া চরের বাসিন্দা ওমর ফারুক জানান, গত দুই দিন বাড়িতে হাঁটু পর্যন্ত পানি ছিল। আজ সকাল থেকে পানি নামতে শুরু করে। দুপুরে পানি একেবারেই নেমে যায়। এখন রাতে আবারও বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। হয়তো রাতে পানি বাড়বে। সারা রাত আর ঘুম হবে না।

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, আজ তিস্তার পানি বিপৎসীমার নিচে নেমে আসায় প্লাবিত এলাকায় থেকে পানি নেমে যায়। রাতে আবারও সবকিছু ডুবে যাচ্ছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ৫২.৬০ মিটার উচ্চতায় পৌঁছে যায়। শুক্রবার (১৭ জুন) পানি বিপৎসীমা অতিক্রম করে। শনিবার (১৭ জুন) সকাল ৬টায় ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

সিথুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়