ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিষ্ক্রিয় করা হলো শহীদ মিনারে রাখা ‘বোমা সদৃশ বস্তু’

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ জুন ২০২২   আপডেট: ১৭:৪১, ১৯ জুন ২০২২
নিষ্ক্রিয় করা হলো শহীদ মিনারে রাখা ‘বোমা সদৃশ বস্তু’

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনারের বেদীতে রাখা বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার (১৯ জুন) দুপুর ১২টার দিকে র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন বলেন, ‘জেলা পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছান পাঁচ সদস্যর বোম্ব ডিসপোজাল ইউনিট। সেটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের পাশের ইটভাটায় নিয়ে যান। এরপর ওই বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে বস্তুটিকে আইইডি বলে চিহ্নিত করেছে ওই ইউনিট।’

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের গেটের সামনে শহীদ মিনারের বেদীতে রোববার সকালে বোমা সদৃশ ওই বস্তুটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। বস্তুটি নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয়দের আতঙ্ক কেটেছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর ওই বস্তু সম্পর্কে নিশ্চিত জানাতে পারবে বোম্ব ডিসপোজাল ইউনিট।’

আরিফুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ