ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিস্তার পানি আবারও বেড়েছে, নিম্নাঞ্চলে দুর্ভোগ 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২১ জুন ২০২২   আপডেট: ১৯:৩৪, ২১ জুন ২০২২
তিস্তার পানি আবারও বেড়েছে, নিম্নাঞ্চলে দুর্ভোগ 

নীলফামারীতে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে দুপুরে বিপদসীমার ১০ সেন্টিমিটার ও সকাল ৯ ও ৬টায় বিপদসীমা বরাবর প্রবাহিত হয়। 

নদীর পানি বাড়ায় তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে । খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। 

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গ্রামগুলো প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানায়। 

নদীবেষ্টিত সোনাখুলী এলাকার বাসিন্দা রবিউল ইসলাম জানান, গত রাতে কিছুটা পানি কমেছিল। আজ সকাল থেকে আবারও পানি বাড়তে থাকে।

কেল্লাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘গত পাঁচ দিন পানিবন্দি আছি। চুলো জ্বালানো যাচ্ছে না। শুকনো খাবার খেয়ে কোনোরকমে বেঁচে আছি।’ 

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, ৫দিন হতে তিস্তা নদীর পানি বিপদসীমায় ওঠানামা করছে। কখনো পানি উঠেছে। আবার কখনও নামছে। এখন প্রচুর ত্রাণ দরকার।  

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, বিকেল ৩টায় বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
 

সিথুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়