ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যমুনার পানি কমতে শুরু করেছে

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২২ জুন ২০২২   আপডেট: ২০:২৩, ২২ জুন ২০২২
যমুনার পানি কমতে শুরু করেছে

কমতে শুরু করেছে বগুড়ার যমুনায় পানি। বুধবার (২২ জুন) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীর পানি ৩ সেন্টিমিটার কমেছে। আগামী ৪/৫ দিনের মধ্যে পানি বিপৎসীমার নিচে যেতে পারে বলে জানিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বিকেল ৩টা থেকে পানি কমতে শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি ৩ সেন্টিমিটার পর্যন্ত কমে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, অব্যাহত পানি বৃদ্ধির ফলে বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনটের ১৪টি ইউনিয়নের ১৬ হাজার ৭৮০টি পরিবারের ৭৮ হাজার ৪৪৮ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ইতোমধ্যে তাদের পক্ষ থেকে তিন উপজেলায় খাদ্য শস্য কেনার জন্য নগদ ১০ লাখ টাকা এবং ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চাহিদাপত্র পেলে আরও বরাদ্দ দেয়া হবে বলে জানানো হয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) এনামুল হক জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৮৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এ সব জমিতে আউশ ধান, পাট, ভুট্টা, বীজতলা, শাক সবজিসহ বিভিন্ন ধরণের শস্য ছিল।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পানি কমতে শুরু করেছে। ভারতে আবারও বৃষ্টিপাত না হলে এর মধ্যে নতুন করে পানি বৃদ্ধি পাবে না। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পানি বিপৎসীমার নিচে নেমে যেতে পারে।

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়