ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঠাকুরগাঁও পৌরসভায় টোল আদায় বন্ধ হচ্ছে

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২২, ১ জুলাই ২০২২  
ঠাকুরগাঁও পৌরসভায় টোল আদায় বন্ধ হচ্ছে

হাইকোর্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে বন্ধ হতে যাচ্ছে ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে ট্রাক, ট্যাংক-লরি থেকে টোল আদায়। 

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমানারা বন্যা। 

এর আগে বুধবার (২৯ জুন) হাইকোর্টের ডিভিশন ব্র্যাঞ্চের বিচারক জে.বি.এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই টোল আদায় বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। 

পৌর মেয়র বন্যা বলেন, আমি নিজেও ট্রাক ট্যাংক-লরি’র কাছে টোল আদায়ের বিরোধী। ২০১৮ সালে দেওয়া হাইকোর্টের আদেশ অমান্য করে কী করে টোল আদায় হচ্ছিল- সেটা ঠিক আমার বোধগম্য নয়। বিগত মেয়র কোনও ব্যবস্থা নেয়নি। নতুন আদেশের একটি কপি আমার হাতে এসেছে। শিগগিরই হাইকোর্টের আদেশ আমলে নেওয়া হবে। 

জানা গেছে, ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতি ২০১৫ সালে পৌরসভায় টোল আদায় বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই সময় হাইকোর্ট আমলে নিয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে টোল আদায়ের বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের আদেশ না মেনে পৌর কর্তৃপক্ষ পুনরায় শহরের তিনটি স্থানে টোল আদায়ের জন্য আবারও ইজারা দেন। 

সম্প্রতি ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতি হাইকোর্টে আবারও টোল বন্ধের জন্য রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে টোল আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, শহরে অবৈধভাবে টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ। লোড-আনলোডে পৌর কর্তৃপক্ষ টোল আদায়ের চুক্তি করে ইজারা প্রদান করলেও সেই নীতি অনুসরণ করে না তারা। তারা পৌর শহরে চলন্ত গাড়ি থামিয়ে টোল আদায় করছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এর আগে আমি ট্রাক, ট্যাংক-লরি থেকে কোনও অভিযোগ পাইনি। তবে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের বিষয়টি অবগত করে তারা একটি অভিযোগ করেছে। যেহেতু চাঁদাটা পৌরসভা নেয়, মেয়রের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মঈনুদ্দীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ