ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাপপ্রবাহে পুড়ছে উত্তরাঞ্চল, অস্বস্তিতে জনজীবন

রংপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৪ জুলাই ২০২২   আপডেট: ১৭:৩৩, ১৪ জুলাই ২০২২
তাপপ্রবাহে পুড়ছে উত্তরাঞ্চল, অস্বস্তিতে জনজীবন

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের উত্তরাঞ্চল। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড রোদের সঙ্গে গরম হাওয়ায় অস্বস্তিতে পড়েছে জনজীবন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে রংপুর আবহাওয়া অফিস জানায়, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠা-নামা করছে। দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিকে গরমে সর্দি, কাশি ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন অন্তত ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়া এ অঞ্চলে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. শামীম আহাম্মেদ বলেন, ‘অস্বাভাবিক এ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বেশি বেশি পানি পান করতে হবে।’

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুর অঞ্চলে অস্বাভাবিক তাপপ্রবাহ বিরাজ করছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।’

আমিরুল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়