ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পদ্মা সেতুতে রেলপথের কাজ শুরুর অনুমতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১৭ জুলাই ২০২২  
পদ্মা সেতুতে রেলপথের কাজ শুরুর অনুমতি

পদ্মা সেতু দিয়ে রেলপথ ঢাকা থেকে যাবে দক্ষিণবঙ্গের ২১ জেলায়। সড়কপথের কাজ শেষ হওয়ায় এবার রেলপথ স্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। দ্বিতীয় তলা পদ্মা সেতুর ওপরে সড়ক পথের পর এখন বাকি রয়েছে নিচ তলার রেলপথের কাজ। সেই কাঙ্ক্ষিত রেল কর্তৃপক্ষকে এ কাজের আনুষ্ঠানিক অনুমতি দিয়ে দিল সেতু কর্তৃপক্ষ।

রোববার (১৭ জুলাই) সকালে থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন শেষে এ অনুমতি দেওয়া হয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ‘আজকে আমরা রেল কর্তৃপক্ষকে কাজের জন্য অনুমতি দিয়ে দিয়েছি। রেল কর্তৃপক্ষের আওতায় থাকবে সেতুর রেল ট্র্যাকটি।’

নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সড়ক পথে যান চলাচলে রেলপথের কংক্রিটিং কাজে সমস্যা হবে না। সেতুর উপরে যান চলাচল একেবারেই স্বাভাবিক থাকবে এবং নিচে রেলের কংক্রিটিংয়ের কাজ চলবে পুরোদমে। পাশাপাশি সেতুর অবশিষ্ট কাজগুলোও চলবে।

এক সপ্তাহের মধ্যে পর্যবেক্ষণ শেষে দ্রুত সেতুতে রেলপথের কাজ শুরুর কথা জানান মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, ‘অনেকদিন ধরেই আমরা চাচ্ছিলাম যে স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করবো। আজকে সেই দিন এসেছে। সবাই মিলে প্রাথমিক পর্যবেক্ষণ করেছি। কিছু কাজ বাকি আছে, তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না। আমাদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। আমরা প্রথমে এটিকে পর্যবেক্ষণ করবো।’
 

রতন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়