ঝিনাইদহের শৈলকুপায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চেয়ারম্যান পদে ইভিএমের মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
রোববার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফ রেজা মন্নু অভিযোগ করেন, নৌকার প্রার্থীর লোকজন তার এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না, তার ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশনের পক্ষ থেকে সকল তৎপরতা অব্যাহত রয়েছে।
শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ উপজেলার ১২০টি কেন্দ্রে ৬শ পুলিশ সদস্য, ১৪৪০ জন আনসার সদস্য, ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, ১৩ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে এম এ হাকিম, আরিফ রেজা মন্নু ও আনিচুর রহমান ভোট যুদ্ধে রয়েছেন। নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার নারী-পুরুষ ভোটার ১২০টি কেন্দ্রে ইভিএম মেশিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাজিব/টিপু
আরো পড়ুন