ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যাত্রীর আঘাতে বাসচালকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩ আগস্ট ২০২২   আপডেট: ১২:১৩, ৩ আগস্ট ২০২২
যাত্রীর আঘাতে বাসচালকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে যাত্রীর মারধরে  আরিফ হোসেন (২৬) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার নরশিংহপুরের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আরিফ হোসেন কিরণমালা পরিবহনের চালক। তার গ্রামের বাড়ি শেরপুরে জেলার নালিতাবাড়ী উপজেলায়। 

গাজীপুরের কোনাবাড়ীর একটি ভাড়া বাসায় থেকে বাস চালাতেন তিনি।

কিরণমালা পরিবহনের হেলপার খোকন মিয়া বলেন, ‘বাসটি গাজীপুর থেকে রাজধানীর মিরপুর চলাচল করে। বিকেলে কোনাবাড়ী থেকে আশুলিয়ার নরসিংহপুর যাওয়ার উদ্দেশ্যে এক যাত্রী বাসে ওঠেন। অনেকবার ভাড়া চাইলেও ওই যাত্রী ভাড়া দিচ্ছিলেন না। নরসিংহপুরের নিশ্চিন্তপুর ইটখোলা এলাকায় বাসটি পৌঁছালে ভাড়া না দিয়েই বাস থেকে নেমে যান ওই যাত্রী। এসময় ওই ব্যক্তির কাছে আবারো ভাড়া চাওয়া হলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই যাত্রী সড়ক থেকে ইট তুলে বাসের দিয়ে ছুড়ে মারার চেষ্টা করেন।’  

তিনি আরও বলেন, ‘এতে ক্ষিপ্ত হয়ে ওই যাত্রী চালক আরিফকে মারধর শুরু করেন। এসময় সড়কে থাকা আরো কয়েকজন মানুষ ওই যাত্রীর সঙ্গে মিলে আরিফকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে আরিফ অচেতন হয়ে যান। পরে আরিফকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা আরিফকে মৃত ঘোষণা করেন।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘নিহত বাস চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে পিটুনিতে চালকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জেনেছি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাব্বির/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়