যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:২০, ১০ আগস্ট ২০২২
আপডেট: ১৯:২২, ১০ আগস্ট ২০২২

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বারান্দি পাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি মোটরসাইকেল ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটন/কেআই
আরো পড়ুন