ট্রলার ডুবি, নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলল ভারতে
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

উদ্ধার হওয়া জেলেরা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি স্বাধীন ট্রলারের নিখোঁজ ১১ জেলের সন্ধান পাওয়া গেছে। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভারতের সাউথ সুন্দরবন ফিসারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়ন উদ্ধারকৃত জেলেদের তথ্য জানায়।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলেরা কীভাবে সেখানে গিয়েছে বা সাগর থেকে কারা তাদের উদ্ধার করেছে সেটা জানা যায়নি। তবে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে গেছে তা নিশ্চিত হওয়া গেছে।’
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া জেলেদের মধ্যে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসুল্লি, আবুল কালাম, আব্বাস গাজী, সাজু ও আকবর হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে।’
আনসার উদ্দিন মোল্লা আরও বলেন, ‘ভারতীয় মৎস্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজ আর কোনো জেলের সন্ধান পাওয়া গেলে তারা আমাদের অবহিত করবেন।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, ‘ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি স্বাধীন ট্রলারের নিখোঁজ ১১ জেলে ভারতে উদ্ধার হয়েছেন।’
ইমরান/কেআই
আরো পড়ুন