ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২১ আগস্ট ২০২২  
বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি

জেলা ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ একই সময় একই স্থানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করায় বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ আগস্ট) দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সই করা এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম এবং সভাপতির পদ বঞ্চিত মো. সবুজ মোল্লার গ্রুপ রোববার দুপুর ৩টায় বরগুনা সরকারি কলেজে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে বিশৃঙ্খলা ঘটতে পারে এমন আশঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুভ্রা দাস রাইজিংবিডিকে বলেন, ‘দুই গ্রুপের সভা সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, মারামারি ও জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৪৪ ধারা জারি করেছি। উক্ত এলাকায় সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়