ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ১০:৪০, ২৮ আগস্ট ২০২২
কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি 

বিএনপি ও ছাত্রলীগ একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করায় রোববার (২৮ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজ্ঞোভ সমাবেশের আহ্বান করা হয়েছে। একই স্থানে একই সময়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করার কথা জানা গেছে। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখেতে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজয় ধর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়