ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্বাচনে হেরে রাস্তা কেটে ফেললেন সাবেক মেম্বার

তারিকুল ইসলাম, শেরপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৯:৫৭, ১ সেপ্টেম্বর ২০২২
নির্বাচনে হেরে রাস্তা কেটে ফেললেন সাবেক মেম্বার

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে সাবেক মেম্বার মোতালেব হোসেন সওদাগরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় একশ ফুট রাস্তা কেটে ফেলা হয়েছে। এতে বিপাকে পড়েছেন তিন শতাধিক পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা দক্ষিণপাড়া গ্রামে শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়দের দুর্দশা লাঘবে ওই গ্রামের ইমান আলী মৃত্যুর পূর্বে রাস্তা নির্মাণের জন্য নিজের একশ ফুট জমি মৌখিকভাবে দান করেন। এরপর গ্রামবাসী সেই জমিতে রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছিলেন। কিন্তু গত ইউপি নির্বাচনে হেরে যান তার ছেলে সাবেক মেম্বার মোতালেব হোসেন সওদাগর। এরপরেই রাস্তা কেটে সেই জমি চাষাবাদের জন্য তৈরি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী রিয়াজুল ইসলাম শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দাখিল করেছেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ইমান আলীর মৃত্যুর পর তার ছেলে সবার সামনে অঙ্গিকার করেছেন, রাস্তা দিয়ে চলাচলে বাঁধা দিবেন না। কিন্তু সে নির্বাচনে হেরে রাস্তা কেটে সেই জমি চাষাবাদের জন্য প্রস্তুত করেছেন। এতে আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে।’

এ বিষয়ে জানতে মোতালেব হোসেন সওদাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান বলেন, ‘রাস্তা কেটে ফেলা একটি অমানবিক কাজ। এতে প্রায় তিন শতাধিক পরিবার চলাচল করতে পারছে না। উভয় পক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করবো।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামবাসীদের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়