ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:২০, ৩ সেপ্টেম্বর ২০২২
পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপি’র শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে পুলিশেরও ১৫ থেকে ২০ সদস্য আহত হয়েছেন।

 শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাকুন্দিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দগাঁও থেকে উপজেলা সদরে প্রবেশের চেষ্ট করে। এতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ এসময় বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ বিএনপি নেতা কর্মীরা আহত হন। 

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিয়েছিল।  সমাবেশ বানচাল করতে পুলিশ আক্রমণ চালায়। নেতাকর্মীদের উপর হামলা করাতেই পুলিশের উপর ইটপাটকেলের ঘটনা ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় বিএনপি’র শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার বলেন, ‘বিএনপির কর্মসূচী থেকে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশের ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ 

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়