বরগুনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২২

বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা করেছেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পল্টু।
সোমবার (৫ সেপ্টেম্বর) মামলা করেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বাদী হয়ে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা করেছেন। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেনি।’
ইমরান/কেআই
আরো পড়ুন