রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই বৈঠক স্থগিত করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে বৈঠকটি স্থগিত হলেও রাঙামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল চলমান রয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা পথসভা কর্মসূচীর মাধ্যমে এই ব্যাপারে নিজেদের মতামত জানাবেন বলে দলটির সূত্রে জানা গেছে।
এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে রাঙামাটিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।
এদিকে হরতালের কারণে অভ্যন্তরীন ও দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি রাঙামাটি শহরে। মঙ্গলবার সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত লোকজনকে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়।
বিজয় ধর/ মাসুদ
আরো পড়ুন