ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল শুরু

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২২  
রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল শুরু

ছবি: রাইজিংবিডি

রাঙামাটিতে অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

হরতালের কারণে রাঙামাটি শহরে সকাল থেকে দুরপাল্লার কোনো বাস, ছেড়ে যায়নি এবং শহরের অভ্যন্তরীণ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। শহরের দোকান-পাটও বন্ধ রয়েছে। এতে করে সাধারণ মানুষ এবং ষ্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরো পড়ুন:

অপরদিকে, হরতালের সমর্থনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের এখনো পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে, হরতালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাঙামাটি শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ হরতালের ঘোষণা দেয়।

/বিজয় ধর/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়