ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেলের ট্যাংকিতে লাফ দিয়ে শ্রমিকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২২  
তেলের ট্যাংকিতে লাফ দিয়ে শ্রমিকের আত্মহত্যা

মারা যাওয়া তফছির মিয়া

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গ্যাসফিল্ডের তেলের ট্যাংকিতে লাফ দিয়ে তফছির মিয়া নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।গ্যাস ফিল্ডের সিসিটিভির ফুটেজ দেখে এতথ্য জানিয়েছে  পুলিশ। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মারা যাওয়া শ্রমিক তফছির উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডে শ্রমিকের কাজ করতেন। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘রোববার থেকে তফছির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, ‘সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছির গ্যাসফিল্ডে প্রবেশ করেন এবং সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উঠিয়ে লাফ দেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়