ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মির্জা ফখরুল প্রমাণ করেছেন, তারা পাকিস্তানের এজেন্ট’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২২:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২২
‘মির্জা ফখরুল প্রমাণ করেছেন, তারা পাকিস্তানের এজেন্ট’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রমাণ করেছেন, তারা পাকিস্তানের এজেন্ট। পরশু তিনি বক্তব্য রেখেছেন, পাকিস্তানই ভালো ছিল। এতে প্রমাণ হয়েছে তিনি এবং তার দল পাকিস্তানের এজেন্ট।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আজ ভালো আছে, দেশ এগিয়ে যাচ্ছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে। এমনকি পাকিস্তানও প্রশংসা করছে। কিন্তু এতে অনেকের মন খারাপ। আর সেই মন খারাপ দলের নেতা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘যে পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের প্রশংসা করে বলেন, বাংলাদেশ আমাদের পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে। পাকিস্তানের টেলিভিশনের আলোচনায় শেখ হাসিনার প্রশংসার ঝড় উঠে। সেই পাকিস্তান নিয়ে মির্জা ফখরুলদের আফসোস।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা আসলে হৃদয়ে পাকিস্তানকে ধারণ করেন, তারা পাকিস্তানের এজেন্ট। দেশকে পাকিস্তানের এজেন্টদের হাত থেকে রক্ষা করতে হবে। এরা যদি আবার সুযোগ পায়, তাহলে দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলার চেষ্টা করবে। বাংলাদেশে পাকিস্তানী এজেন্টদের কোনও জায়গা নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাচ্ছে। সরকার প্রতি অর্থবছর কৃষিতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ বিশ্বব্যাংক আইএমএফ কৃষিতে ভর্তুকি প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার কৃষকের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এ কারণে ছোট্ট দেশ হওয়ার পরেও আমরা খাদ্যে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গত অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি কৃষি পণ্য রপ্তানি করেছি। আমাদের লক্ষ্য গার্মেন্টস এবং অন্যান্য পণ্যের সঙ্গে কৃষি পণ্যও রপ্তানি হবে।’

উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব রানার সঞ্চালনায় রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধক ছিলেন উত্তরজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়