ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে হাসপাতাল ও ফার্মেসিতে অভিযান, জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:১২, ১৮ সেপ্টেম্বর ২০২২
সিরাজগঞ্জে হাসপাতাল ও ফার্মেসিতে অভিযান, জরিমানা

পল্লী চিকিৎসক দিয়ে রোগী দেখানোসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জের ল্যাব এইচ হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময়ে দুটি ফার্মেসিকেও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালানো হয়। ল্যাব এইচ হাসপাতালে পল্লী চিকিৎসক দিয়ে রোগী দেখানোর সত্যতা পাওয়া যায়। পরে হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ই-স্কয়ার নামের আরেকটি হাসপাতালকে সেবামূল্য হালনাগাদ না থাকায় আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল ও তাপসংবেদনশীল মেডিসিন সঠিক তাপমাতায় সংরক্ষণ না করার অভিযোগে পরে রাজ্জাক এবং মা ফার্মেসিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ