ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ার ইছামতি নদীতে নৌকাবাইচ 

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২২  
বগুড়ার ইছামতি নদীতে নৌকাবাইচ 

বগুড়ায় হ‌য়ে গে‌ল ঐতিহ্যবাদী নৌকাবাইচ। রোববার (১৮ সেপ্টেম্বর) বি‌কেলে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে তরণী হাট সংলগ্ন ইছামতি নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বগুড়ার গাবতলী, শাজাহানপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১৪টি নৌকা অংশ নেয়। নৌকাগুলো তরণী হাট ব্রিজের উত্তর থেকে যাত্রা শুরু করে ১ কিলোমিটার দক্ষিণে গিয়ে বাইচ সমাপ্ত করে। এ সময় ইছামতী নদীর দুই পাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে, ব্রিজের রেলিংয়ে উঠে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন।

নৌকাবাইচ প্রতিযোগিতায় ১৪টি দল ১ম রাউন্ডে অংশ নেয়। পরে সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইলে প্রতিযোগিতা করে। এরপর সেমিফাইনালে সততা বনাম নয়নের মনি এবং একতা বনাম আল্লাহ ভরসার মধ্যে লড়াই হয়। সেমিফাইনালে জিতে আল্লাহ ভরসা এবং সততার মধ্যে ফাইনাল প্রতিযোগিতা হয়। এতে আল্লাহ ভরসাকে দুই ধাপেই হারিয়ে সততা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় নয়নের মনি ৩য় এবং একতা ৪র্থ স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ নেওয়াজ জাকির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশিষ্ট সমাজসেবক জোবায়দা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বগুড়া সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ, গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার, স্থানীয় চেয়ারম্যান ইউনুস আলী ফকির প্রমূখ।
 

এনাম/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়