ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুদকের মামলায় পোস্টমাস্টারের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২২  
দুদকের মামলায় পোস্টমাস্টারের কারাদণ্ড

দুর্নীতির মামলায় লক্ষীপুর জেলার দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার শ্রীবাস চন্দ্র দেকে তিনটি ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন এম মোশেদ খান এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়ার নারায়ণ চন্দ্র দে’র ছেলে। তিনি দত্তপাড়া ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন।  

নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় ও আদালত সূত্র জানায়, শ্রীবাস চন্দ্র দে ছয়জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশবইতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনার অভিযোগ পেয়ে ২০১৯ সালের ১৩ মে মামলাটি করে দুদক। মামলার পরপরই গ্রেপ্তার করা হয় শ্রীবাস চন্দ্রকে। পরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মামলাটির চার্জশিট জমা দেন আদালতে। দীর্ঘ শুনানি শেষে আজ (সোমবার) রায় ঘোষণা করেন বিচারক।

এ বিষয়ে দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি শ্রীবাস চন্দ্রকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মওলা সুজন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়