ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনের যাত্রীসেবা বৃদ্ধির সীমাবদ্ধতা নিয়ে মতবিনিময়

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২২  
ট্রেনের যাত্রীসেবা বৃদ্ধির সীমাবদ্ধতা নিয়ে মতবিনিময়

ট্রেনের যাত্রীসেবা বৃদ্ধির বাধা ও সীমাবদ্ধতা নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহীতে পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। 

সভাপতিত্ব করেন প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস। সভায় রাজশাহীর বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে মতামত তুলে ধরেন।

রেলওয়ের ক্যাটারিং সার্ভিস, ট্রেনে সরবরাহ করা বেডিং, এটেন্টড্যান্টের ব্যবহার, আনলোডিং সংক্রান্ত জটিলতাসহ নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়। এ সময় রেল কর্মকর্তারা সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।

/শিরিন সুলতানা/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়