ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ত্র ও গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২২:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২২
অস্ত্র ও গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম (৪০) ও তার এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এর আগে, গতকাল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাজুল ইসলাম পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে এবং পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর। তার সহযোগী মো. হৃদয় মীর (২২) নারায়ণপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে।

পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দুইজনের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘তাজুল ইসলামের নামে তিনটি অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে এবং হৃদয় মীরের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।’

শামীম/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়