ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিচু বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২২
লিচু বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে লিচু গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার টেপিরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আফসার উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসমাইল হোসেনের বাড়ির পাশে তাঁর লিচু বাগান। সেখানে লিচু গাছের ডালে একটি মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মরদেহটি ঝুলন্ত থাকলেও মাটিতে হাঁটু ঘেঁষে রয়েছে। নিহতের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর আমি বিষয়টি পুলিশকে জানাই। 

নিহতের নাম, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মনিরুজ্জামান বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে প্রথমে তাকে হত্যার চেষ্টা করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় নির্জন লিচু বাগানের ভেতর নিয়ে হত্যাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। 

নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

রফিক/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়