ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২ অক্টোবর ২০২২  
কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রত্যাহার

তথ্য চাওয়ায় সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলে কটুক্তি করা হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদেরকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১ অক্টোবর) হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বায়োজিদ হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় সংবাদিকদের সঙ্গে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদের যে আচারণ করেছেন, তা মোটেও কাম্য নই। আমি শনিবার বিষয়টি অবগত হই এবং তৎক্ষণাৎ তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করেন। এসময় কাস্টমসে প্রবেশ না করে তারা আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের সামনে দিয়ে ব্যাগেজ নিয়ে চলে যান। সাংবাদিকরা ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর কাদেরের কাছে এ বিষয়ে তথ্য নিতে গেলে উপস্থিত সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এসময় ওই কর্মকর্তা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন এবং থানায় মামলা করারও কথাও বলেন।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়