ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীকে গলা কেটে হত্যা, আগের স্বামীসহ গ্রেপ্তার স্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৬ অক্টোবর ২০২২  
স্বামীকে গলা কেটে হত্যা, আগের স্বামীসহ গ্রেপ্তার স্ত্রী

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় মেজবাহ উদ্দিন সাব্বির (৩৯) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী ও স্ত্রীর আগের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার (৩ অক্টোবর) নিজ শয়নকক্ষে খুন হন ওই ব্যবসায়ী। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এসব তথ্য জানান।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বিরের দ্বিতীয় স্ত্রী সদর উপজেলার শামসুল ইসলামের মেয়ে রজনী খাতুন (২৫) এবং রজনী খাতুনের আগের স্বামী বাড়াদি উত্তরপাড়া গ্রামের মৃত হানু মালিথার ছেলে আতিউর রহমান ওরফে আতাই (৩০)।

গ্রেপ্তারের পর তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এদিকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মেজবাউদ্দিন সাব্বিরের বড় বোন রাবেয়া খাতুন বাদী হয়ে রজনী খাতুন ও আতিউর রহমান ওরফে আতাইকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, এজাহারনামীয় আসামি রজনী খাতুনের আগের স্বামী আতিউর রহামান ওরফে আতাইয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি রজনী খাতুনকে বিয়ে করেন মেজবাহ উদ্দিন সাব্বির। তবে ইতোমধ্যে রজনী খাতুনের সঙ্গে তার আগের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়। তাই সাব্বিরকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান।

পুলিশ সুপার বলেন, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী রজনী খাতুনের সঙ্গে যোগসাজশে আতিউর রহমান ওরফে আতাই সোমবার গভীর রাতে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মেজবাউদ্দিন সাব্বির ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাই পুলিশের কাছে সমগ্র হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আতিউর রহমান আতাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় হত্যা মামলাসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে।’

কাঞ্চন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়