ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাতকড়া ভেঙে পালিয়েছে আসামি, ৩ পুলিশ ক্লোজড

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:২২, ১৬ অক্টোবর ২০২২
হাতকড়া ভেঙে পালিয়েছে আসামি, ৩ পুলিশ ক্লোজড

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্ত্বর থেকে হাতকড়া ভেঙে আজিজুল শেখ নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন। এঘটনায় পুলিশের এটিএসআই আনোয়ারসহ তিনজনকে ক্লোজড করা হয়েছে। 

এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে এডিশনাল এসপি তারেককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

পালিয়ে যাওয়া আসামি আজিজুল গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা ও দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি দামুড়হুদা মডেল থানার ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে গত ৯ অক্টোবর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় আজিজুলকে। প্রিজন ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে দৌঁড় দেন তিনি। পরে তাকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পালিয়ে যাওয়া আসামি আজিজুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

তিনি আরও জানান, তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়