ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুতাং নদীর উপর ব্রিজ উদ্বোধন, লাঘব হবে মানুষের দুর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২১ অক্টোবর ২০২২   আপডেট: ১৯:২০, ২১ অক্টোবর ২০২২
সুতাং নদীর উপর ব্রিজ উদ্বোধন, লাঘব হবে মানুষের দুর্ভোগ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সুতাং নদীর উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই ব্রিজটি নির্মাণ করায় হাজার হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির ব্রিজটির উদ্বোধন করেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল প্রমুখ।

এলজিইডির উপজেলা প্রকৌশলী এমদাদুল হক জানান, সুতাং ও বাছিরগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে সুতাং নদীতে আগে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল। বর্তমানে ওই স্থানে ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে এই এলাকা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়