যমুনায় ইলিশ শিকার, ৭ জনকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৭ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় ১ লাখ মিটার কারেন্ট জাল।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার এতথ্য নিশ্চিত করেছেন।
অর্ণব মালাকার জানান, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে সাত জন আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে জব্দকৃত ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা দেড় মণ ইলিশ মাছ চারটি মাদরাসার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অভিযানে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ফরিদ হোসেন ও শিবালয় থানা পুলিশ সহযোগিতা করেন বলেও জানান তিনি।
চন্দন/ মাসুদ