ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্রেজার ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের বাড়িতে মাতম

পটুয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৬ অক্টোবর ২০২২   আপডেট: ১০:১০, ২৬ অক্টোবর ২০২২
ড্রেজার ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের বাড়িতে মাতম

নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে বালুর ড্রেজার ডুবে নিখোঁজ পটুয়াখালীর একই গ্রামের আট শ্রমিকের বাড়িতে চলছে মাতম। 

নিখোঁজদের স্বজনরা জানান, সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে সিত্রাংয়ের তাণ্ডবে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন সংলগ্ন সাগরে ‘সৈকত-২’ নামের একটি ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারে থাকা জৈনকাঠী গ্রামের শাহিন মোল্লা (৩৫), ইমাম মোল্লা (২৫), তারেক মোল্লা (১৯), মাহমুদ মোল্লা (২৫), বশার হাওলাদার (৩৫), আল আমিন হাওলাদার (৩০), জাহিদ ফকির (২৮) ও আলম সরদার (৪০) নিখোঁজ হন। তারা সবাই ওই ড্রেজারের শ্রমিক ছিলেন। নিখোঁজদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা। 

আরো পড়ুন:

নিখোঁজ শাহিন মোল্লার বাবা আনিচ মোল্লা বলেন, আমার দুই ছেলে শাহিন ও ইমাম ওই ট্রলারে ছিলো। সন্ধ্যার পরেও তাদের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। পরে অন্য শ্রমিকরা আমাদের জানিয়েছে তাদের ড্রেজার ডুবে গেছে। আমি আমার দুই ছেলেকে জীবিত অথবা মৃত হোক তাদের ফেরত চাই। 

নিখোঁজ মাহমুদ মোল্লার ছেলে আবদুল হক মোল্লা বলেন, আমি কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার ছেলের মরদেহ হলেও ফেরত চাই। 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ওই গ্রামে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। 

ইমরান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়