ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, প্রাণচাঞ্চল্য হচ্ছে চট্টগ্রাম ফিশারি ঘাট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৮ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:১৯, ২৮ অক্টোবর ২০২২
২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, প্রাণচাঞ্চল্য হচ্ছে চট্টগ্রাম ফিশারি ঘাট

শেষ হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় সিত্রাং-এ উত্তাল সমুদ্রও এখন শান্ত। এখন দিন এসেছে মাছ ধরতে সমুদ্রে যাওয়ার। আর তাই প্রচুর সংখ্যক মাছ ধরার ট্রলার সমুদ্রের মোহনায় যেতে শুরু করেছে। এদিকে মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে প্রাণচঞ্চল হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রাম ফিশারি ঘাট।

সরেজমিন চট্টগ্রাম ফিশারি ঘাট ঘুরে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই সমুদ্রের মোহনায় যেতে শুরু করেছে মাছ ধরার ট্রলারসমূহ। আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকালেও অনেক জেলেকেই জাল ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ট্রলার ভর্তি করে মোহনার উদ্দেশ্যে রওনা করার প্রস্তুতি নিতে দেখা গেছে।

আরো পড়ুন:

আফজালুর রহমান নামের এক ট্রলারের জেলে রাইজিংবিডিকে বলেন, ‘গত ২২ দিন বেকার ছিলাম। আজ থেকে আবার আমাদের কর্মব্যস্ত দিন ফিরেছে। আমাদের ট্রলার প্রস্তুত। আমরা আজ দুপুরের মধ্যেই সমুদ্রের মোহনার উদ্দেশ্যে রওনা দেবো।  রাতেই গভীর সমুদ্রে পৌঁছাবো। এক সপ্তাহ মাছ ধরে আবার ফিরবো ঘাটে। এভাবেই চলবে আমাদের জীবন। মাছ ধরা শুরু হচ্ছে এ জন্য পরিবারের মুখেও হাসি ফুটেছে।’

আনোয়ার নামের অপর এক জেলে বলেন, ‘শুক্রবার গভীর রাত থেকেই অনেক জেলে মাছ শিকার করতে সমুদ্রে রওনা হবেন। ভোরে এবং আজ দুপুরের মধ্যেই চট্টগ্রাম ঘাট কেন্দ্রিক সব মাছ ধরার ট্রলার সমুদ্রের মোহনায় চলে যাবে। ২২ দিন বন্ধ এবং অবৈধ মাছ শিকার রোধে সরকারের কঠোর অবস্থানের কারণে এবার সমুদ্রে প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে আমরা আশা করছি।’

চট্টগ্রাম ফিশারি ঘাটের একটি আড়তের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘দুই-একদিন পর থেকেই আড়তে মাছ আসতে শুরু করবে। মাছ সংরক্ষণ, বাজারজাত করণের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। সমুদ্রে এবার প্রচুর ইলিশ মিলবে বলে আশা করছি। মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে এখন পুরো ফিশারি ঘাটই কর্মচঞ্চল হয়ে উঠেছে।’

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন সমুদ্রে যাচ্ছেন মাছ শিকারে। গত ২২ দিনে কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হয়েছে।  সমুদ্রে মাছের প্রজনন বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় জেলেদের মুখেও হাসির ঝলক দেখা যাচ্ছে।’

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়