ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পৌর নির্বাচনে প্রার্থী হয়ে বহিষ্কার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৩১ অক্টোবর ২০২২   আপডেট: ১১:১৯, ৩১ অক্টোবর ২০২২
পৌর নির্বাচনে প্রার্থী হয়ে বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা জালাল উদ্দিন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (৩০ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নির্দেশে এ কথা জানানো হয়।  

আরো পড়ুন:

এর আগে পৌর নির্বাচনে অংশ নিতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন জালাল উদ্দিন।

গত ১০ অক্টোবর তিনি হ্যাঙ্গার প্রতীক পাওয়ার পর নির্বাচনি প্রচারণ শুরু করেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেও আলোচনায় আসেন তিনি। বহিষ্কৃত এ নেতার পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খানসহ অনেক নেতাকেই প্রচারণার কাজে অংশ নিতে দেখা গেছে। 

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়