ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় ১৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:৩৭, ১ নভেম্বর ২০২২
খুলনায় ১৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার, আটক ২

খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে বস্তায় ভরার সময় ১৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দু ’জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নগরীর বড় বাজা‌রের বার্মাশীল রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার হাশেম শেখের ছেলে নাদিম আহমেদ ও পশ্চিম বানিয়াখামার এলাকার আবুল খালেকের ছেলে রবিউল ইসলাম। 

র‌্যাব জানায়, সরকার গরিব ও দুস্থ মানুষের জন্য ওএমএসের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করে। সেই চাল দুস্থদের কাছে বিক্রি না করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে তা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব নগরীর বার্মাশীল রোডে কয়েকটি গোডাউন গোয়েন্দা নজরদারিতে রাখে। তারই ধারাবাহিকতায় আজ একটি গোডাউনে অভিযান চালানো হয়। 

র‌্যাব-৬ খুলনার সিনিয়র এএসপি পহন চাকমা বলেন, গরিবের চাল আটককৃতরা কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য সরকারি বস্তা থেকে নিজেদের বস্তায় ভরছিলেন। এসময় র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১২৫ বস্তা ও ২৫ কেজি ওজনের ৩৯০ বস্তা চাল উদ্ধার করে। এসময় ওই গোডাউনের মালিক নাদিম আহমেদ ও তার সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়