ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোচিং সেন্টার থেকে চিকিৎসককে ‘অপহরণের’ অভিযোগ 

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:৪৬, ১৩ নভেম্বর ২০২২
কোচিং সেন্টার থেকে চিকিৎসককে ‘অপহরণের’ অভিযোগ 

অপহৃত চিকিৎসক চিকিৎসক ডা. মির্জা কাউসার।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকায় অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসারকে (২৮) মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শহরের একটি কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সুমন মিয়া বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অপহরণ করে একদল ‍দুর্বৃত্ত। ঘটনার বিষয়টি মুঠোফোনে কলেজের অধ্যক্ষকে জানানোর সময় আমার মোবাইলফোনটিও কেড়ে নেয় অপহরণকারী একজন। এরপর অপহরণকারীরা কাউসারকে সঙ্গে নিয়ে চলে যায়।’ 

অপহরণের শিকার চিকিৎসক কাউসার রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তার গ্রামের বাড়ি বাজিতপুর উপজেলার উজানচার এলাকায়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খান বলেন, ‘চিকিৎসক কাউসার খুবই নিরীহ ও মেধাবী একজন মানুষ। তিনি খরমপট্টি এলাকায় মেডিক্স কোচিং সেন্টারটি পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যেই তার প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, তার কোচিং সেন্টারের নিচে একটি কালো রঙের মাইক্রোবাস আসে। পরে মাইক্রোবাস থেকে ৫ জন লোক নেমে মেডিক্স কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় যায়। সেখানে গিয়ে তারা চিকিৎসক কাউসারকে খুঁজে বের করেন। পরে তাকে নিয়ে কোচিং সেন্টারের নিচে নামেন এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ধারণা করছি, তার কোচিং সেন্টারটির উন্নতির কারণ হতে পারে এই অপহরণটি।’

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। চিকিৎসককে উদ্ধারের সব চেষ্টা করা হচ্ছে। ঘটনার সময় ওই এলাকার সব সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। আমরা সবাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা চিকিৎসককে উদ্ধার করতে পারবো।’

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়