ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে রাজপথে খেলা হবে : ওবায়দুল কাদের

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৩ নভেম্বর ২০২২  
জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে রাজপথে খেলা হবে : ওবায়দুল কাদের

দীর্ঘ সাত বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের ওয়াপদা মাঠে সম্মেলন হয়। সম্মেলনে জেলার ৬টি উপজেলা থেকে কয়েক হাজার নেতা-কর্মী সমাবেত হয়। 

সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্মেলন উদ্বোধন করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।  

সম্মেলনে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, রাজপথে বিএনপির নাশকতা, জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে খেলা হবে। সংবিধান মতো এ দেশে নির্বাচন হবে। হাওয়া ভবন তৈরি করার সুযোগ নেই। সামনে তারেক রহমান, মির্জা ফখরুলসহ বিএনপি যে স্বপ্ন দেখছে, তা দেশের মানুষ হতে দেবে না। সে কারণে দলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও এ সরকারকে ক্ষমতায় দেখতে চাই। সেই কারণে দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

সম্মেলন শেষে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন এ কমিটিতে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করা হয়। তারা পূর্বের কমিটিতেও এ পদে দায়িত্বে ছিলেন।
 

রাজিব/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়