ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৫ নভেম্বর ২০২২  
বাগেরহাটে ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

বাগেরহাটের ফকিরহাটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ফকিরহাট উপজেলা আট্টাকি স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজীর আলম। 

এসময় অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মুহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষিবিদ মো. ফরিদুল হাসান, বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ স্থানীয় কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাটের আয়োজনে তিনদিন ব্যাপী এই মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শণ করা হয়েছে। এছাড়া উচ্চ ফলনশীল ফল ও সবজি চাষ পদ্ধতিও প্রদর্শন করা হয়েছে স্টলগুলোতে। সেই সঙ্গে বারমাসি সবজি ও ফলও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহী করার লক্ষে আয়োজিত এই মেলা ২৭ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

টুটুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়