ঢাকা     মঙ্গলবার   ১২ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩০

সড়কে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৭ নভেম্বর ২০২২   আপডেট: ১৫:০৩, ২৭ নভেম্বর ২০২২
সড়কে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। 

রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সালাম পল্লী সঞ্চয় ব্যাংক ছাতক উপজেলা শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন গ্রামে। আব্দুস সালাম জাউয়াবাজার কলেজের অর্থনীতি বিভাগের খন্ডকালীন প্রভাষকও ছিলেন।

জাউয়া বাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শঙ্কর ভৌমিক জানান, আব্দুস সালাম মোটরসাইকেলযোগে কর্মস্থল ছাতকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ভাতিজা। সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন বুরাইগাও নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। পরে স্থানীয়রা গুরুতর আহত নিহতের ভাতিজাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

তিনি আরও জানান, পুলিশ নিহত আব্দুস সালামের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, শুনেছি মোটরসাইকেল চালাতে গিয়ে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়