ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জের কাশিয়ানীতে আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৯ নভেম্বর ২০২২  
গোপালগঞ্জের কাশিয়ানীতে আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর)। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।

জানা গেছে, তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর পর এবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে। এ সম্মেলনে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন পুরাতনের সমন্বয়, নাকি নতুন মুখের চমক আসবে তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে নেতা কর্মীদের মাঝে। 

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছে এক ডজনেরও বেশি প্রার্থী। প্রার্থীরা নিজেদেরকে যোগ্য দাবী করে চালাচ্ছে গ্রুপিং ও লবিং। কেন্দ্রীয় নেতারদেরও সাথে করছেন লবিং। 

সম্মেলনকে ঘিরে উপজেলা শহরের বিভিন্ন সড়কসহ প্রতিটি অলিতে গলিতে নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজমান। কে বা কারা হচ্ছেন আওয়ামী লীগের নতুন কর্ণধার এ নিয়ে চলছে আলোচনার ঝড়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি হিসেবে প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নার্গিস রহমান এমপি উপস্থিত থাকবেন। 

সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়