ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৭ ডিসেম্বর ২০২২  
সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

আজ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে শহর থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। 

দিবসটি উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিউমার্কেট মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সামনে এসে শেষ হয়। পরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তান জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, প্রাক্তান জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক লাইলা পারভীন সেজুতি প্রমুখ। 

শাহীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়