ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ১৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৩ ডিসেম্বর ২০২২  
কুমিল্লায় ১৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে ‘এক নদী রক্ত পেরিয়ে’ শীর্ষক শিরোনামে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী। 

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। 

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, কুমিল্লার প্রায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হয়েছে। সম্মাননার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়