ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওরা দেশটি মেধাশূন্য করতে চেয়েছিল: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৪ ডিসেম্বর ২০২২  
ওরা দেশটি মেধাশূন্য করতে চেয়েছিল: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ওরা (পাকিস্তানি শাসকগোষ্ঠী) দেশটি মেধাশূন্য করতে চেয়েছিল। তাই দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল। কিন্তু বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। বাঙ্গালি সেদিন মরণকে বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ মানুষের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোনও ক্ষতি করতে পারবে না।’

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যাদের জন্য আজ এমপি-মন্ত্রী হয়েছি। সেই শহিদ বুদ্ধিজীবীদের, লাখো শহিদদের আমরা কবর দিতে পারি নায়। বধ্যভূমির গণকবরে তাদের আত্মা গুমরে কাঁদছে। কিন্তু এই হত্যাযজ্ঞের দোষর, স্বাধীনতাবিরোধী রাজাকার আল-বদর শান্তি কমিটির লোকজনের কবর হয় জাতীয় সংসদের মতো অতি পবিত্র যায়গার মাটিতে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা এখন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১ সালের ভয়াবহতার ইতিহাস সঠিকভাবে জানাতে হবে।’

তাওহিদুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়