ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৭ ডিসেম্বর ২০২২  
গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের উদ্বোধন

বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধাদের নামফলক, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাটিকামারীর মুক্তিযোদ্ধা চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধাদের নামফলকে শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন বাংলাদেশর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।

আরো পড়ুন:

পরে বাটিকামারী মুক্তিযোদ্ধা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মো.  ফিরোজ খানের সভাপতিত্বে আলোচনা সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সায়লা ফারজানা, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুন্সী মো. আতিয়ার রহমান, সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং মুক্তিযুদ্ধভিত্তিক ম্যাগাজিন ‘স্বর্ণাক্ষর’ এর মোড়ক উন্মোচন করা হয়।
 

বাদল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়