ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:৩৫, ২১ ডিসেম্বর ২০২২
রাজশাহীতে ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

রাজশাহীর ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। মঙ্গলবার শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। 
মীর ইকবাল বলেন, ‘আমরা লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি। যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। আমি প্রতিবছর  রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করবো।’

আরো পড়ুন:

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল আলম (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা ও বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীর প্রতীক)। 

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়