ঢাকা     শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

মেঘনায় কার্গো দুর্ঘটনা, উদ্ধার ১২

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৫ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৩:২৭, ২৫ ডিসেম্বর ২০২২
মেঘনায় কার্গো দুর্ঘটনা, উদ্ধার ১২

ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে নোঙ্গর করে থাকা একটি কার্গোকে ঢাকাগামী তেলবাহী অপর একটি কার্গো ধাক্কা দিয়েছে।এতে তেলবাহী কার্গোটির তলা ফেটে নদীতে অর্ধ-নিমজ্জিত হয়। এসময় সেখানে থাকা ১২ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২৫ ডিসেম্বর) সকালের দিকে মেঘনার তুলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত কার্গোর নাম এসভি সাগর নন্দনি-২। এটি চট্রগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল ছিলো।

আরো পড়ুন:

কোস্টগার্ড জানিয়েছে, চট্রগ্রাম থেকে এমভি সাগর নন্দনি-২ নামের একটি তেলবাহি কার্গো ঢাকার দিকে যাচ্ছিল। সকালের ঘন কুয়ারশার কারণে মাঝ নদীতে নোঙ্গর করা অপর একটি কার্গোকে গিয়ে ধাক্কা দেয় এমভি সাগর নন্দনি-২। এতে কার্গোটি তলা ফেটে নদীতে অর্ধ নিমজ্জিত হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থণে গিয়ে জাহাজের শ্রমিকদের উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, ‘খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশের টিম তেল অপসারনের চেষ্টা চালাচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মনজুর/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়