ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

উপকূলীয় অঞ্চলে শীতে বিপর্যস্ত জনজীবন, এক শিশুর মৃত্যু

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:২৬, ৮ জানুয়ারি ২০২৩
উপকূলীয় অঞ্চলে শীতে বিপর্যস্ত জনজীবন, এক শিশুর মৃত্যু

ফাইল ফটো

সারাদেশের মতো উপকূলীয় জেলা ভোলায় বাড়ছে শীতের প্রকোপ। একই সঙ্গে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া আক্রান্তের হার অনেক বেশি। গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত ১৩৭ শিশু ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গতকাল শনিবার জেলা সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ১৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে মুনতাহা নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৮ জানুয়ারি) সকালে ভোলা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েবুর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মুনতাহা চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আব্বাস উদ্দিনের ছেলে।

ভোলা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে চিকিৎসাধীন আছে  বর্তমানে ৬২টি শিশু। যাদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত।

এদিকে গত কয়েকদিনের শীতে কষ্টে দিন অতিবাহিত করছেন মেঘনা ও তেতুলিয়া নদীর বাঁধে বসবাসকারীরা।

ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহবুব রহমান জানান, ভোলায় গতকাল দিনের তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, জেলায় ৩০ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে। এসব কম্বল অসহায় এবং প্রবীণদের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পেলে বিরতণ করা হবে।

মনজুর/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়