ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই শতাধিক যাত্রী নিয়ে চরে উঠে গেল লঞ্চ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৮ জানুয়ারি ২০২৩  
দুই শতাধিক যাত্রী নিয়ে চরে উঠে গেল লঞ্চ

ফাইল ফটো

দুই শতাধিক যাত্রী নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার সুগন্ধা নদীর চরে উঠে গেছে ‘এমভি অথৈ-১’ নামের একটি লঞ্চ।

রোববার (৮ জানুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে লঞ্চটি চরে উঠে যায়। পরে যাত্রীদের অর্ধেক ভাড়া দিয়ে নামিয়ে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। যাত্রীরা ট্রলারে করে লঞ্চ থেকে নেমে সড়কপথে গন্তব্যে যান।

কয়েকজন যাত্রী জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সদরঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে ছেড়ে আসে এমভি অথৈ-১ লঞ্চ। রাতে কুয়াশার মধ্যে চালক ধীর গতিতে চালিয়ে আসছিলেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলে কুয়াশায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এসময় চালক লঞ্চটি সুগন্ধা নদীর চরে উঠিয়ে দেন। প্রচণ্ড ঠাণ্ডায় যাত্রীরা লঞ্চের ভেতরেই আশ্রয় নেন।

পরে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপদে চরে নামার জন্য অনুরোধ করে। খবর পেয়ে নলছিটি লঞ্চঘাট এলাকা থেকে কয়েকটি ট্রলার এসে যাত্রীদের নামিয়ে নেয়।

লঞ্চের সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ‘কুয়াশার কারণে চালক সামনে কিছুই দেখছিলেন না। এদিকে পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল। সেটিকে পাশ কাটাতে গিয়ে লঞ্চটি চরে উঠে যায়। পরে যাত্রীদের অর্ধেক ভাড়া দিয়ে নামিয়ে দেওয়া হয়। রাতে জোয়ার এলে লঞ্চটি পানিতে নামানোর চেষ্টা করা হবে।’

অলোক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়